ইতালিতে করোনা সনাক্ত হওয়ার পর ৪৫ তম দিনে মহামারী রুপ ধারণ করে। স্পেনে ৫০ তম দিনে, আর যুক্তরাষ্ট্রে ৫৫ তম দিনে।
বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার ২৩ তম দিন শেষ হলো আজ।
যুক্তরাষ্ট্রে ২৩ তম দিনে রোগী ছিলো মাত্র ১১ জনের মত।
সুতরাং "ভাইরাস থাকলে তো এতদিনে লক্ষণ প্রকাশ পেত" এমন মতাদর্শে বলীয়ান মহামানবেরা সাবধান। আমাদের ৫১ জন সনাক্ত হয়েছে। তাও টেস্টের অনেকে অনেক কথা বলছেন। এখনও সময় আছে আর একটু সতর্ক হওয়ার। নাহলে চরম মূল্য দিতে হতে পারে।
অনেকে আবার গরম আবহাওয়া এবং আদ্রতা তত্ত্ব দিয়ে যাচ্ছেন। কেউবা আছে বিসিজি ভ্যাক্সিন তত্ত্ব নিয়ে। জেনে নিন এগুলো কোনটাই প্রমাণিত নয়। ধারণা মাত্র। আবহাওয়াই যদি হত তাহলে বাংলাদেশের মতই একই রকম আবহাওয়ার ভারত, ব্রাজিল বা সিংগাপুরে এত সংক্রমণ হত না। জেনে নিন বিসিজি ভ্যাকসিন সিংগাপুর, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়াসহ পৃথিবীর অধিকাংশ দেশে বাধ্যতামূলক। তাদের দেশে কি এই রোগের বিস্তার হয়নি? সুতরাং এই সকল ধারণা সম্পূর্ণ অমূলক।
পুরা পৃথিবী স্থবীর হয়ে আছে। প্রায় সারা পৃথিবী 'লক ডাউন' হয়ে আছে। বুঝে নিন কেন আমেরিকার মতন দেশ ভয়ে কাঁপছে। কেন স্পেন, ইতালী মৃত্যুপুরী হচ্ছে। সৌদি আরব কেন ওমরা বন্ধ রেখেছে। কেন কাবা শরীফের মতন পবিত্র স্থান আজ কার্যত বন্ধ।
বুঝে নিন কেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কঠোর হচ্ছে..... কেন ১ লাখ এর বেশি বেড বানানো হচ্ছে..... কেন অস্থায়ী অনেক হাসপাতাল বানানো হচ্ছে..... কেন বিভিন্ন দেশের কুটনৈতিক ও নাগরিকরা এদেশ ছেড়ে ফির যাচ্ছে। কোথায় গিয়ে ঠেকবে বাংলাদেশের পরিস্থিতি..... সাবধান হোন দয়া করে। আমরা Already থার্ড স্টেজে আছি।
শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না। সরকারের আন্তরিকতা থাকলেও এককভাবে এই 'বিশেষ প্রকৃতির' ভাইরাস মোকাবেলা সম্ভব নয়। সবাইকে এই দূর্যোগ মোকাবেলা করতে এগিয়ে আসতে হবে। কিভাবে এগিয়ে আসবেন? খুব সহজ। সরকারের নির্দেশ মেনে চলুন। ঘরে থাকুন। বাসার সবাইকে বাসায় থাকতে বলুন। বার বার সাবান দিয়ে হাত ধুন। বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে হলেও মাস্ক পরুন। দরকারে গ্লোবস পরুন। বাইরে থেকে আসার পর হাত ধুয়ে নিন। জুতা এবং জামা কাপড়ে ব্লিচিং পানি দিন। প্রয়োজনে আ্যলকোহল বেজড হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করুন। বাইরে থেকে এসে ভাল করে গোসল করে নিন। বেশি করে ভিটামিন-সি জাতীয় খাবার খান। দরজার হাতল, সিড়ির হাতল, বাড়ী ও তার আশে-পাশে ব্লিচিং পানি দিয়ে পরিষ্কার করুন। আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টাই দিতে পারে এই মহামারী থেকে মুক্তি।
জানিনা কার কপালে কি লিখে রেখেছে আমাদের পরম করুনাময় আল্লাহ তালা।
আল্লাহকে ডাকুন। আল্লাহ অসীম দয়াশীল অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন। আমিন।
Comments
Post a Comment