করোনা ভাইরাসের মহামারী কতদিন থাকবে?????

করোনা ভাইরাসের মহামারী কতদিন থাকবে?????

এর পূর্বের সর্বশেষ মহামারী স্প্যানিশ ফ্লুর স্থায়িত্ব ছিল প্রায় ২ বছরের বেশি (১৯১৮-১৯২০)।

তার পূর্বের প্লেগ রোগের স্থায়িত্ব ছিল প্রায় ৪ বছর (১৯০০-১৯০৪)।

স্মল পক্স রোগের স্থায়িত্ব ছিল প্রায় ২ বছর (১৭০৭-১৭০৯)।

এর আগের মহামারী ছিল কালো মৃত্যু বা ব্লাক ডেথ যার স্থায়িত্ব ছিল প্রায় ২২ বছর (১৩৩১-১৩৫৩)!!!!!

এছাড়াও বিভিন্ন সময় কলেরা মহামারী আকার ধারণ করে যার সর্বশেষটি ছিল ১৯৬১-১৯৭৫ পর্যন্ত। এছাড়া ১৮৯৯-১৯২৩, ১৮৮১-১৮৮৯৬, ১৮৬৩-১৮৭৫ সালে ভিন্ন ভিন্ন ভাবে এই মহামারী দেখা যায়।

রাশিয়ান ফ্লু (১৮৮৯-১৮৯০), এশিয়ান ফ্লু (১৯৫৭-১৯৫৮), হংকং ফ্লু (১৯৬৮-১৯৬৯), সোয়াইন ফ্লু (২০০৯-২০১০) ইত্যাদি হচ্ছে ফ্লু জাতীয় মহামারীর স্থায়িত্বকাল। দেখা যাচ্ছে প্রতিটাই প্রায় দুই বছর করে।


এছাড়াও বিভিন্ন সময়ে অনেক মহামারী রোগ হয়েছে এই পৃথিবীতে। তবে এগুলোই সবচেয়ে উল্লেখযোগ্য।

এখন আল্লাহ তা'আলা ভাল জানেন এই করোনা ভাইরাস সৃষ্ট মহামারী কতদিন মানুষকে ভোগাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমরা বেশি বেশি দো'আ করি এই আযাব থেকে মুক্তির জন্য। আল্লাহ নিশ্চয়ই সর্বশক্তিমান।

Comments