একদল বাচ্চা হৈচৈ করে ফুটবল খেলছে। আরেকটা বাচ্চা একপাশে একা দাঁড়িয়ে আছে। এক মনোবিজ্ঞানী দেখলেন এই বাচ্চাটা বিষন্নতা আর দ্বিধাদ্বন্দ্বে
মনোবিজ্ঞানীঃ “আমার মনে হয় তুমি অনেক মনোকষ্টে আছো।”বাচ্চাঃ “না। যান।”
মনোবিজ্ঞানীঃ “ তুমি কিন্তু অন্য বাচ্চাদের সাথে একসঙ্গে দৌড়াদৌড়ি করছো না।”
বাচ্চাঃ “হ্যাঁ। যান।”
মনোবিজ্ঞানীঃ “কেন?”
বাচ্চা (বিরক্ত হয়ে):
.
.
.
.
.
.
"আমি গোলকিপার।”
Comments
Post a Comment