Fun Post: একটি ফেসবুকীয় পরীক্ষা

 
          

                  বার্ষিক পরীক্ষা-২০৫০
             ফেসবুক সরকারি উচ্চ বিদ্যালয়
                    বিষয় -ফেসবুক ২য় পত্র

সময়-৩ ঘন্টা                                       পূর্ণমান-১০০

    [নোটঃ খাতার উপরে নিজের আইডির ই-মেইল ও     
    পাসওয়ার্ড না থাকলে খাতা বাতিল বলে গণ্য হবে]

১। শব্দার্থ লিখঃ ৫টি

Tag, Notification, Comment, Poke, Group, Chat.

২। পূর্ণরূপ লিখঃ ৫টি

LOL, OMG, TNX, HBD, WTF, ILU

৩। সমার্থক শব্দ লিখ- ৫টি

Share, News Feed, Mention, Page, Unfriend,
Deactivate





৪। যেকোন ১টি প্রশ্নের উত্তর দাও-

(ক) সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে
       ফেসবুকের ভূমিকা বর্ণনা কর।

(খ) টাইমলাইন কি? এর প্রয়োজনীয়তা তুলে ধরো।

৫। ভাব-সম্প্রসারণ লিখঃ-

"কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
ফেসবুক বিনা সুখ লাভ হয় কি মহিতে?"

                     -অথবা-

"ফেসবুকিং একটি ভয়ানক ব্যাধি"

৬। প্রতিবেদন লিখঃ-

ফেসবুকে প্রেমের প্ররোচনায় ধোকা
থেকে মুক্তি পাবার জন্য জেলা
প্রশাসকের নিকট প্রতিবেদন লিখ।

৭।পত্র লিখঃ-

মেগাবাইট (এম.বি) কিনার টাকা
চেয়ে তোমার পিতার নিকট পত্র লিখ।

৮। রচনা লিখঃ- ১টি

(ক) একজন সেলিব্রেটির আত্মকাহিনী।
(খ) ফেসবুকীয় প্রেম।
(গ) হ্যাকিং ও প্রতিকার।

Comments